বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে দুই ঘণ্টা বৈঠক করেছেন অভ্যুত্থানের ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ গতকাল সোমবার বিকালে জ্যাকবসনের বাসায় যান। জ্যাকবসন ছাড়াও দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান ও শীর্ষ দুজন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃংখলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও এনসিপির জুলাই পদযাত্রাও আলোচনায় স্থান পায়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন জ্যাকবসন। এ ছাড়া আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান তিনি।
এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এনসিপির সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠকটি হয়েছে। আমাদের কার্যালয় একটি কমার্শিয়াল বিল্ডিংয়ে হওয়ায় এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বাসভবনে গিয়ে বৈঠকটি করেছি। সেখানে আমাদের চলমান রাজনীতি, ২৪ দফা কর্মসূচি ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলাপ–আলোচনা হয়েছে।