মার্কিনিরা চরম বিভক্ত : ওবামা

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই সাত কোটির বেশি ভোট পেয়েছেন। এতে দেশের জনগণের মধ্যে চরম বিভক্তির প্রকাশ ঘটেছে বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘সিবিএস সানডে মর্নিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘‘আমাদের মধ্যে এখনও গভীর বিভেদ রয়ে গেছে। সংবাদমাধ্যমে দুই পক্ষের নীতি ও কৌশলকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হয়েছে দুইটি বিকল্প শক্তি এবং ভোটাররাও তাদের সেভাবেই গ্রহণ করেছে। এটার সুদূরপ্রসারি প্রভাব রয়েছে।’ খবর বিডিনিউজের।
ভোটারদের মধ্যে এই বিভেদ নিয়ে উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘হ্যাঁ, এমনটা হলে আমাদের গণতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হবে। যদি আমাদের সম্পূর্ণ বিপরীতমুখী বিষয়বস্তু নিয়ে কাজ করতে হয় তবে সেটা খুব কঠিন হবে।’ অনেকে মনে করেন, ওবামা নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে বেশ সক্রিয়ভাবে প্রচার চালিয়েছেন। এজন্য তাকে সমালোচিতও হতে হয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সরাসরি কোনও প্রার্থীর পক্ষ নেন না বা প্রচার চালান না। ওবামা অবশ্য ওই অভিযোগ খণ্ডন করে বলেছেন, ‘নির্বাচনের ফল আমার পছন্দের ভিত্তিতে হয়নি। বরং আমার মনে হয় এবারের নির্বাচনে আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যেখানে অসাধারণ প্রভাব রাখতে পারে এমন কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক মূল্যবোধ মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছিল। যেটা আমার উপরও প্রভাব ফেলেছে। একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে জনগণকে আমি একটা সাধারণ কথা জানাতে চেয়েছি, বলতে চেয়েছে, এটা স্বাভাবিক নয়।’
সিবিসি’কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ওবামা প্রমাণহীন ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ট্রাম্পের পরাজয় স্বীকার না করার একগুঁয়েমিতে রিপাবলিকানদের সমর্থন দেওয়ার সমালোচনা করেন।
ট্রাম্পের বাক্যবাণ থেকে ওবামাও রক্ষা পাননি। তবে সেগুলো গুরুত্বের সঙ্গে নেননি জানিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি এমন অনেক কিছুই বলেছেন, সেগুলো আমি গুরুত্ব দেইনি বা ব্যক্তিগত আক্রমণ বলে মনে করিনি। তবে আমার মনে হয়েছে, সেগুলো বেশ বিরক্তিকর ও বিপজ্জনক হতে পারত।’

পূর্ববর্তী নিবন্ধপেরুতে এক সপ্তাহের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধভোটের পর ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দিতে চেয়েছিলেন ট্রাম্প