যুদ্ধনায়ক-মার্কিন সিনেটর-প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলে মারা গেছেন। গতকাল সোমবার ব্রিটিশ রয়টার্স এ খবর দিয়েছে। খবর বাংলানিউজের।
রয়টার্স জানায়, এলিজাবেথ ডোলে ফাউন্ডেশন তার মৃত্যুর খবরটি জানিয়েছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন বব ডোলে। গত ফেব্রুয়ারিতে বিষয়টি নিজেই জানিয়েছিলেন বব ডোলে। এই কারণে তার চিকিৎসা চলছিল। এক বিবৃতিতে বব ডোলের পরিবার জানায়, যুক্তরাষ্ট্র তার দেশের অন্যতম নায়ককে হারাল। আমাদের পরিবারের আশ্রয়ের পাহাড় হারিয়ে গেল। তিনি তার বর্ণাঢ্য জীবনে সততা, হাস্যরস, সহানুভূতি এবং নীতিতে অটুট ছিলেন। তিনি বাস্তববাদী রক্ষণশীলতার জন্য শক্তিশালী ব্যক্তি ছিলেন। জানা গেছে, তিনবার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপোষণ করেছেন বব ডোলে। রিপাবলিকান পার্টি থেকে ১৯৯৬ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়েছেনও। তবে, বিল ক্লিনটনের কাছে হেরে গেছেন। তারও আগে ১৯৭৬ সালে ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে লড়েছেন ডোলে। সেবারও তিনি হেরে যান।