মারামারি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

রাজধানীর পল্লবীতে মাদক কারবারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত দুই দলের মধ্যে গণ্ডগোলের সময় ছোঁড়া গুলিতে বস্তিবাসী এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে পল্লবীর বাউনিয়াবাঁধে এক মাদক কারবারির কাছে চাঁদা না পেয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা দেখতে গিয়ে আয়েশা আকতার (৩৫) নামে ওই নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনার পর পুলিশ মামুন নামের ওই ‘মাদক কারবারিকে’ থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, বাউনিয়াবাঁধ বস্তিতে ১০/১২ জন যুবক এসে মাদক কারবারি মামুনের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে তারা। পরে মামুনের পক্ষ থেকে বাধা পেলে ওরা বস্তি থেকে বের হওয়ার চেষ্টাকালে গুলি ছোঁড়ে। গুলি লক্ষভ্রষ্ট হয়ে ওই নারীর মাথায় লাগে, যিনি দরজা খুলে উঁকি দিয়ে ঘটনা দেখতে গিয়েছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

যারা এসেছিল তারাও ‘চাঁদাবাজ’ দাবি করে ওসি বলেন, ঘটনার পরপরই তারা পলিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় মাদক কারবারি মামুনকে থানায় এনে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের রিমান্ডে এম এ লতিফ
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং