মায়ের কথাকে প্রাধান্য দিয়ে জাতির জন্য কাজ করেছি

প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। আনোয়ারায় আন্তর্জাতিক নবপণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোক্তা তিনি। একুশে পদকে মনোনীত হয়ে তিনি বলেন, আমার মা আমাকে একটি কথা বলেছিলেন, তুমি শুধু লেখাপড়া করবে না, পিছিয়ে পড়া জাতিকে শিক্ষায় সমুন্নত করার জন্য ভূমিকা রাখবে। আমি মায়ের কথাকে প্রধান্য দিয়ে জাতির জন্য কাজ করেছি। একুশে পদকে আমাকে মনোনীত করায় আমি আনন্দিত। এজন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে এবং আমার কলেজ জীবনের শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবুল হককে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষকরা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে তাঁরা এমন সম্মানে ভূষিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মৎস্য কর্মকর্তার ওপর হামলা, অভিযুক্ত ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএই অর্জনে মহেশখালীর মাটি ও মানুষের অধিকার আছে