মায়ামি থেকে যাত্রা করেছে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে শনিবার সূর্যাস্তের আগে প্রথম যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’। টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় প্রমোদতরী যেন সাগরের অন্তহীন নীলের মাঝে আস্ত এক মায়া নগরী। এতে আছে বিনোদনের এক অনন্য জগত। আছে বিলাসিতার চোখধাঁধানো ঝলক। খবর বিডিনিউজের।

আইকন অফ দ্য সিজএর বৈশিষ্ট্য : আইকন অফ দ্য সিজএর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১ হাজার ১৯৭ ফুট)। মোট ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে, রয়েছে ৭টি সুইমিং পুল, ৬টি ওয়াটার স্লাইড।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৯৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্যারিসে মোনাসিলার দিকে স্যুপ ছুড়ে প্রতিবাদ