মামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না : শাহাদাত

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মামলা-হামলা ও গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে।

গতকাল দুপুরে গত ১২ই অক্টোবর বিএনপির বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে বাকলিয়ায় বিভিন্ন নেতৃবৃন্দের বাসায় পুলিশি হয়রানি-তল্লাশি ও গ্রেফতারকৃত বিএনপি নেতা ইয়াকুব খান বাবু, যুবদল নেতা আব্দুল কাদের, মোহাম্মদ সাঈদের পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান এবং পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, গাজী সিরাজ উল্লাহ, নগর বিএনপির সাবেক নেতা ইয়াসিন চৌধুরীর আসু, বাকলিয়ার থানা বিএনপির সিনিয়র সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন, ইউনুস চৌধুরী হাকিম, হাজী নবাব খান, ইয়াকুব চৌধুরী নাজিম, টি এম ফরিদ, রৌশনঙ্গীর আমিন, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, মো. সাইফুল, হাজী ইউনুস, নাজমুল হক নাজু, আসাদুর রহমান টিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাকা পুত্রের বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ
পরবর্তী নিবন্ধচেঙ্গী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ