মামলার পর চান্দগাঁও থানার পরিদর্শক মনিবুরকে বদলি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আদালতে চান্দগাঁও থানার ওসি তদন্তসহ ৯ জনকে আসামি করে মামলার পরপরই পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে চান্দগাঁও থানা থেকে বদলি করা হয়েছে। তবে সিএমপির দাবি, এ বিষয়ের সঙ্গে বদলির কোনো সম্পর্ক নেই। এটি নিয়মিত বদলি। গত ১৬ অক্টোবর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

এতে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করা হয়েছে। আর তার স্থলাভিষিক্ত করা হয়েছে উপপুলিশ কমিশনার (পশ্চিম) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ) মো. ছাবের আলীকে।

এর আগে, পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের সাবেক কর্মকর্তার স্ত্রী ফৌজিয়া আনোয়ার গত ১৬ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত মামলা দায়ের করেন। মামলায় নগরের চান্দগাঁও থানার ওসি তদন্তসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধটিসিবির অক্টোবরের পণ্য বিতরণ কার্যক্রম শুরু চলতি সপ্তাহে