মান সম্মত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের গুরুত্ব দেয়া হবে

গার্হস্থ্য অর্থনীতি চসিক কলেজের সভায় মেয়র

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্মত শিক্ষার জন্য পেশাদার ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দরকার। আধুনিক বিজ্ঞান মনস্ক, অসামপ্রদায়িক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে শিক্ষক সমাজকে মনোযোগী হতে হবে। অন্যদিকে ছাত্রছাত্রীদের কারিগরি ও গার্হস্থ্য অর্থনীতি শিক্ষা প্রদানে সমাজ উন্নয়ন তরান্বিত হবে। গতকাল সোমবার সকালে তাঁর দপ্তরে গার্হস্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ পরিচালনা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও গার্হস্থ্য অর্থনীতি চসিক কলেজ পরিচালনা পরিষদের সদস্য সচিব আলম আখতার। আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত কাউন্সিলর শাহনুর বেগম, পরিচালনা পরিষদের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লা, সদস্য মো. আজগর হাসান চৌধুরী, মো. ইসহাক, সহকারী অধ্যাপক মো. ওসমান গণি, প্রভাষক নাজনীন লতিফ, সেলিম রেজা প্রমুখ।

মেয়র কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং গার্হস্থ্য অর্থনীতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে হবে। তিনি কলেজকে স্বাবলম্বী করার জন্য সংশ্লিষ্টদের খালি জায়গায় আয়বর্ধক প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকদের কাছে মানুষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে : ফজলে করিম
পরবর্তী নিবন্ধমাওলানা নুরুন্নবী চৌধুরী