আগামীকাল বৃহস্পতিবার (২০ মে) রাত ৮টায় এনটিভিতে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত টিভি নাটক ‘পরী’।
উপমহাদেশের প্রখ্যাত লেখক সাদত হোসেন মান্টোর গল্পের ছায়া অবলম্বনে পরী’র চিত্রনাট্য তৈরি করেছেন জোনায়েদ রশিদ, পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু।
পরী’র প্রযোজক জিল্লুর রহমান জুয়েল জানান, পুরোনো ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। গল্পটি আবর্তিত হয়েছে প্রধান চরিত্র পরীকে ঘিরেই। পরীর ভালোবাসা, বঞ্চনা ও জীবনযুদ্ধ চিত্রিত হয়েছে এতে। গল্পে পরীর ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
তিনি বলেন, “এই নাটকের নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। গল্পটি যেহেতু পরীকে ঘিরে তাই চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সবাই খুব আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন।”
পরীতে মম’র বিপরীতে অভিনয় করেছেন ‘উনপঞ্চাশ বাতাস’ খ্যাত নায়ক ইমতিয়াজ বর্ষণ।
তিনি বলেন, “অসম্ভব আনন্দ নিয়ে আমি কাজটি করেছি। গল্পটি খুব শক্তিশালী। পরিচালক, অভিনেত্রী, অভিনেতাসহ পুরো টিম খুব আন্তরিক ছিল। দর্শকরা একটি ভালো কাজ দেখতে পাবে বলে আশা করছি।”
পরিচালক মোরশেদ হিমাদ্রী বলেন, “ইদানিং টিভিতে গল্পভিত্তিক নাটকের সংখ্যা নগণ্য। আমি চেষ্টা করেছি একটি গল্প বলার জন্য। টেকনিক্যাল ক্রু, অভিনেতা-অভিনেত্রীসহ সকলে খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। স্ক্রিপ্টটাও খুব ভালো।”
পরীতে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মাহমুদুল ইসলাম মিঠু, হিন্দোল রায়, মনিরুল ইসলাম প্রমুখ।