‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’

চবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

তাজরিয়ান আহমেদ সোয়ারা (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২য় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। প্রক্টরিয়াল বডি খবর পেয়ে সকাল ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে চবি মেডিকেল থেকে চিকিৎসক এসে তার মৃত্যু নিশ্চিত করেন।

জানা যায়, তাজরিয়ান আহমেদ সোয়ারার বাড়ি ঢাকার মাতুয়াইল। তিনি দক্ষিণ ক্যাম্পাস পাহাড়িকা হাউজিং সোসাইটির তিন কক্ষের একটি ফ্ল্যাট বাসায় একা একটি কক্ষে ভাড়া নিয়ে থাকতেন। গত কয়েকদিন পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখেন, ‘আই অ্যাম স্যরি, আই ফেইল্ড অ্যাজ আ হিউম্যান’। চিরকুটের নিচে গতকালকের তারিখের সঙ্গে সময় উল্লেখ করেন ৪.৫১টা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন আজাদীকে বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গেলে মেয়েটিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করলে আমরা তাকে থানায় নিয়ে যাই। বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণে মেয়েটি আত্মহত্যা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনা ও পুলিশের নিষেধাজ্ঞার মধ্যে জাতীয় পার্টির সমাবেশ স্থগিত
পরবর্তী নিবন্ধসামান্য আঘাতেই খসে পড়ছে প্রতিরক্ষা দেয়ালের ঢালাই