মানুষ–হাতি দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় শীর্ষক আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন কনজারভেশন মেডিসিন বিভাগের শিক্ষার্থী নাজিয়া চৌধুরীর গবেষণামূলক ‘হিউম্যান–এলিফ্যান্ট কনফ্লিক্ট’ ওয়ার্কশপের দুদিনব্যাপী কর্মশালার প্রথম অংশ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার প্রথম দিবসের গবেষণামূলক কর্মশালা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিসে অনুষ্ঠিত হয়। মানব–হাতি দ্বন্দ্ব নিরসনে একটি হাতি শাবক থেকে পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, হাতির চালচলন, খাদ্যাভ্যাস, রাগ–অনুরাগ, অভিমান, হাতির বুদ্ধিমত্তা, হাতি রেগে গেলে কেমন হয়, রাগান্বিত অবস্থায় করণীয় কি, শাবকের প্রতি হাতি মাতা এবং হাতি পিতার যত্নশীল আচরণ, হাতির দৈনন্দিন খাবার পানীয় পরিমণের ওপর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেছেন টাফ্টস ইউভার্সিটির মাস্টার্স ইন কনজারভেশন মেডিসিন বিভাগের শিক্ষার্থী আমেরিকান সিটিজেন নাজিয়া চৌধুরী। পরিবেশকর্মী ও ইংলিশ মিডিয়ামের শিক্ষক সানজিদা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ইউএনও সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী সাংবাদিক সৈয়দ আব্দুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম ব্যুরো চিফ মুনিরা পারভিন রুবা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান। উপস্থিত ছিলেন আবু সাঈদ, মুহাম্মদ রাহিক বিন রুহুল আমিন, তাহরিন এহতেশাম হেমা, নাজিয়া চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
        










