মানুষ সত্য,মানুষ মানবিক, মানুষ মিথ্যা,মানুষ অস্বাভাবিক তবে পৃথিবীতে মানুষ চেনা সব চাইতে কঠিন কাজ।আমরা যদি ভালো আর খারাপ মানুষের তফাৎটা আমাদের কোন ক্ষতি হবার আগেই বুঝতে পারতাম তাহলে আমাদের জীবনে কোন অনাকাঙ্ক্িষত ঘটনা ঘটতো না আমাদের কোন অনিষ্ঠ হতো না। কিন্তু দুর্ভাগ্যার বিষয় হলো দুর্ঘটনা ঘটার পরে আমরা মানুষ কে চিনতে পারি। তবে মজার ব্যাপার হলো অপরাধী যেমন অতিচতুর হবার পরও একটা না একটা প্রমান রেখেই যায়,ঠিক তেমন কিছু কিছু মানুষের আচরণ দেখেই মানুষকে চেনা যায় খুব সহজেই। একটু চোখ কান খোলা রাখলেই তার আসল চেহারা উন্মোচিত হয়। কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ, ঠিক তেমনই যে আপনার ক্ষতি করতে চায় তার অতিরিক্ত ভালোমানুষি দেখিয়ে আপনাকে ধীরে ধীরে বিপদের পথে নিয়ে যাবে তারপর সুযোগ বুঝেই রবিপদের দিকে ধাবিত করে। তাই এসকল অতি ভালোমানুষীর আচরন করা মানুষ গুলোর থেকে সাবধানে থাকা উচিত। নিজের মেধা বুদ্ধি দিয়ে যাচাই করে পথ চলতে হবে। দুর্ঘটনা ঘটার আগেই অতিভক্তি করা মানুষ গুলো থেকে দুরে থাকতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন-’সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি’। রবীন্দ্রনাথের উক্তিটি আজও নির্বাক সত্য। এই বাস্তবতা থেকে আমরা আজও বের হতে পারিনি, জানিনা ভবিষ্যতেও পারব কিনা!