মানুষ মাত্রই ভুল করে

জোনাকী দত্ত | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

ভুলদুই অক্ষরের একটি ছোট শব্দ কিন্তু এর গভীরতা অনেক। ভুল মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে একটি। ভুল করা, ভুল বোঝা, ভুল মনে করা, ভুল শোনা এগুলো আমাদের জীবনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। কেউ পরীক্ষায় সামান্য ভুলের জন্য অনেক পিছিয়ে থাকে বিশেষ করে যে কোন ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষায়। আমাদের সমাজে বা রাষ্ট্রে এই ভুলের জন্য অনেক বড় বড় ক্ষতি হয়। কিছু কিছু ভুল সংশোধনের সুযোগ থাকে আর কিছু কিছু ভুলের থাকে না।

সংসার জীবনে ভুল বোঝাবুঝি পাহাড়সম বোঝা হয়ে যায় যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে সংশোধনেরও সুযোগ থাকে না। সবার ক্ষুদ্র ক্ষুদ্র ভুলে অনেক সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে ভুল হয়। কিন্তু যাকে সে ভুল বোঝে সে যদি তাকে সময় না দেয় ভুল সংশোধনের জন্য তবে সেও একই ভুল করে। তারও একদিন গ্লানি হবে, যে ভুল করেছে সে তো অনুতপ্ত হয়ে সময় চেয়েছিল। সংসারের যে কোন ভুল বোঝাবুঝি কথার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা করতে হবে। না হলে আমাদের এই ক্ষুদ্র জীবন অশান্তির যাঁতাকলে পিষ্ট হয়ে যাবে। ভুল ছোট থেকে বড় সবারই হয়ে থাকে। যে কোনো দুজন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হলে তৃতীয় ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উভয় পক্ষের কথা শুনে দুজনকেই বোঝাতে হবে যে ভুল হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ক্ষণিকের জীবন কীভাবে সুন্দর ও সুখের করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ প্রকাশ্যে আবার কেউ নীরবে ভুল করে। যারা স্পষ্টবাদী তারা লোকসমাজে খারাপ হলেও তাদের মনের কথা সহজেই বোঝা যায় এবং তাকে চেনা যায়। কিন্তু যে আড়ালে থেকে কলকাঠি নাড়ে বাইরে ভালো মানুষের মুখোশ পরে থাকে তাকে বোঝা এবং চেনা অসাধ্য হয়ে যায়। ভুল বোঝাবুঝির জন্য এক দেশের সাথে অন্য দেশের নানা সমস্যার সৃষ্টি হয়। তা রাজনৈতিক থেকে শুরু করে বাণিজ্যিক দিক দিয়েও অনেক ক্ষতির সম্মুখীন হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

আসলে আমরা জীবনে ভুল করে যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিয়ে ফেলি যা ভবিষ্যতে আমাদের জীবনে বিরাট বোঝা হয়ে গ্লানি দেয় প্রতিনিয়ত। যে কোন সমস্যায় সময়ের জন্য অপেক্ষা করতে হয়। উত্তেজিত না হয়ে শান্তভাবে সবকিছু ভেবে চিন্তে মোকাবেলা করতে হয়। ভুল তো থাকবেই, কেউ এর ঊর্ধ্বে নয়। ভুল থেকেই মানুষ জীবনে বড় শিক্ষা পায়। সুষ্ঠু, সঠিক সিদ্ধান্ত আমাদের ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করে তোলে। তাই সবাই এই দুর্লভ মানব জীবনকে উপভোগ করুন। সারা বিশ্বে, সমাজে, সংসারে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে শান্তি বর্ষিত হোক।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থার বিপর্যয় জাতির জন্য অশনি সংকেত
পরবর্তী নিবন্ধউন্নয়ন বৈষম্যের কারণে শহরমুখী প্রবণতা বাড়ছে