মানুষ ভুলতে চেয়েছিল দুঃসময়কে, উপরোক্ত লাইনটি ২৭ জানুয়ারি ২০২২ দৈনিক আজাদীর ‘কাল আজকাল’ উপসম্পাদকীয় কামরুল হাসান বাদলের একটি নিবন্ধে থেকে নেয়া। ২০২০ থেকে ২০২১ যখন দেশ ও সারাবিশ্বে করোনা সংক্রান্তি বেড়ে মহামারী রূপ ধারণ করে, তখনই সরকার সারাদেশে ‘লকডাউন ঘোষণা করেন, দেশে ‘লকডাউন’ থাকায় দেশের অর্থনৈতিক অবস্থার ভেঙে পড়ে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়তে থাকে। দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা দরিদ্র সীমার নীচে নামতে থাকে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দুই বেলা খেয়ে না খেয়ে কোনো রকম বেঁচে ছিলো। ২০২০–এ দুই দফা গ্যাসের মূল্য বাড়িয়ে দুই চুলা ৭০০ থেকে ৯৭৫ টাকা করা হয়। (২০২০ থেকে ২০২১) জ্বালানি তেল বিদ্যুৎ ও ভোজ্য তেলের দাম বার বার বেড়েছে।একদিকে করোনা মহামারীতে মৃত্যুর দীর্ঘ মিছিল। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি। এই মাসের শুরুতে গ্যাসের দাম দুই চুলা ৯৭৫ টাকা থেকে ২১০০টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন গ্যাস ও দ্রব্যমূল্য এবং ওমিক্রন’ মহামারী থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।