মানুষ পুড়িয়ে যারা

আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

পরচর্চা পরনিন্দা

পরমান্দ ক্ষণ

পরান্দে তিক্তান্ধ

ঈর্ষান্ধ মন।

চর্মান্ধ অন্ধকারে

থাকে আমরণ

মনের আলোতে

দেখে অন্ধজন।

চক্ষু দানে চিত্তানন্দ

অন্ন দানে মন

হিংসার চিতানলে

জ্বলে ঈর্ষাজন।

মানুষ পুড়িয়ে যারা

অভিশাপ পোষে

মাটিতে পাবে না ঠাঁই

কমের্র দোষে।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন বাগচী : রবীন্দ্রযুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধঅনাত্মীয়