সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন কাতারের দ্বি–বার্ষিক কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান গতকাল কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে কাতার দোহারস্থ একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ নাজিমউদ্দীন। বক্তারা বলেন, মানুষই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আর্ত দুস্থ পীড়িত মানুষের সেবা করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। তাই মানুষের সেবা ও কল্যাণের মাধ্যমে মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন সম্ভব।
মুহাম্মদ গিয়াসউদ্দিন ও নাঈম উদ্দীন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মুহাম্মদ আলিম উদ্দিন, মুহাম্মদ মোতাহের আল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আকতার হোসাইন, মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মোসাদ্দেকুর রহমান, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, হাফেজ মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি আশরাফী, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ খোরশেদ ইসহাক, মুহাম্মাদ নাজিম শাহ, মাওলানা আরিফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ তায়েব রুবেল, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ ফয়জুল্লাহ আরমান, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ নুরুল ইসলাম, মাহাবুব আলম, হুমায়ুন আজাদ, রহিম রুবেল, মনচুর, মিরাজ, তানভীর ,জাহেদ, হারুনুর রশীদ সুমন, মুহাম্মদ এরশাদুর রহমান, মাহমুদুল হক মঞ্জু, শেখ শামিম চিশতীসহ প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ এরশাদুল আলমকে সভাপতি, মুহাম্মদ ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ নাঈম উদ্দীন নাহিদকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ নাজিম শাহকে অর্থ সম্পাদক করে ৪৯ সদস্যের ২০২৪–২৬ কার্যকরী পরিষদ ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।