মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে

বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

সাতকানিয়া : সাতকানিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দলীয় নেতাকর্মীদেরকে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। এরই অংশ হিসেবে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতার্ত মানুষের মাঝে উষ্ণ ভালবাসা বিলিয়ে দেয়ার এ উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি গত শুক্রবার বিকালে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জসীম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোঃ ইউনুচ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান গনি সিকদার, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ সুজন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, উত্তর সাতকানিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ চৌধুরী, যুবলীগ নেতা দিনার মুহাম্মদ ফারুক, ইউপি সদস্য রোকেয়া বেগম, বুলু আকতার, আবু তালেব সিকদার ও জাহাঙ্গীর আলম।

মহিলা কাউন্সিলর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার কম্বল বিতরণ করেছেন ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। গতকাল কাটগড় নুর শপিং কার্যালয়ে তিনি কম্বল গুলো শীতার্তদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক নাজমুল হক, বি ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা মুনছুর, যুবলীগ নেতা শামীম রায়হান, প্রনব প্রমুখ।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আ.লীগ নেতা মোহাম্মদ আলী আকবরের আয়োজনে ২নং গেইট কর্ণফুলী কমপ্লেঙ চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম জাফরুল্লাহ চৌধুরী। মোহাম্মদ হারুন ও নটরাজ গুপ্ত দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, মহানগর আ.লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, মহানগর আ.লীগ নেতা আব্দুল্লাহ আলমামুন চৌধুরী, ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুল মাবুদ, নাসিরাবাদ ইউনিট আ.লীগ সভাপতি মো. হোসেন, শেখ ফরিদ ইউনিট আ.লীগ সভাপতি মো. শাহিনুল আলম, নাসিরাবাদ ইউনিট আ.লীগের সম্পাদক ওহিদ চৌধুরী মুক্তি, মোহাম্মদ জাবেদ খান, মোহাম্মদ মান্নান, মো. হাবিবুর রহমান তারেক, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ নুরুল ইসলাম, নূর মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো. বেলাল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সকির, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ আফসার, মোহাম্মদ সুমন, মোহাম্মদ কায়সার, রুনি খান, মোহাম্মদ মানিক, মো. আমির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সাকিব, শম্পা বেগম, কুনসুমা আক্তার।

সূর্য সাথী : ‘হাড় কাঁপানো কনকনে শীতে একটু খানি উষ্ণতা, সূর্য সাথীর প্রচেস্টা’প্রতিপাদ্যে শীতার্ত নিন্মবিত্ত সাধারণ মানুষের মাঝে সাবেক সাংসদ ও সংগঠনের অন্যতম উপদেষ্টা নোমান আল মাহমুদ প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করল নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক যুব ও ক্রীড়া সংগঠন সূর্য সাথী। গতকাল শনিবার সকাল দশটায় বাদুরতলা হারেছ শাহ লেইন, ছিদ্দিকুল ইসলাম চত্বরে সংগঠনের উদ্যোগে চলতি শীত মৌসুমে ২য় বারের মতো আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ খোরশেদ আলম। সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজুর সঞ্চালনায় আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা (আংশিক) মহল্লা কমিটির নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ শহিদুল আলম চৌধুরী খসরু, সূর্য সাথীর প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, আলমগীর কোম্পানি, মোঃ রবিউল হোসেন, কামরুল হাসান, জাহেদুল আলম নুরু, মোঃ আশিকুল ইসলাম, নুরুল আলম নুরু, আব্দুর রহিম, মোঃ আরিফুল ইসলাম, ওয়াসিম আনোয়ার, আবু তাহের, জিসাদ, আলমগীর, তানিম, শিহাব, মতিউর রহমান মুন্না, নাজমুল, মোঃ রুবেল প্রমুখ।

আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, শীতের এই তীব্রতায় সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু। গতকাল শনিবার দুপুরে আনোয়ারা উপজেলার বরুমচড়া ফুলগাজী চৌধুরী বাড়িতে শীতার্তদের মাঝে ১৫০০ কম্বল বিতরণ করেন তিনি। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, রফিক আহমদ, আরিফ উদ্দিন সুজন, আবুল মনসুর, মোহাম্মদ শরীফ, হাসান উদ্দিন মনা ও আবু তাহের প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নিজ অর্থায়নে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় পৌরসদরস্থ জেলা পরিষদ পাবলিক লাইব্রেরিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন দোলনের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সামাজিক সংগঠন দোলনের প্রতিষ্ঠাতা সভানেত্রী ইসমত আরা সুরাইয়া বাকেরের সভাপতিত্বে ও নাজনীন আক্তার পান্নার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, রিজিয়া বেগম, মুন্নি সেন, আলেয়া বেগম, সাইরা আমিন, সাদিয়া তাসফিয়া, রুমা আক্তার, প্রীতি প্রমুখ।

প্রজন্ম বঙ্গবন্ধু : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তাঁরই কন্যা মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সেই স্বপ্নযাত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করে কাজ করে যেতে চায়। তারই ধারাবাহিকতায় প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও চট্টগ্রাম জেলা শাখার সহযোগিতায় চট্টগ্রাম মহানগর এর বিভিন্ন স্থানে ফুটপাতে অবস্থানরত ছিন্নমূল মানুষের মাঝে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে শীতবস্ত্র প্রদান করা হয়। এই মহতি কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন প্রজন্ম বঙ্গবন্ধু চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা এস.এম শফিউল আজম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিংকু বড়ুয়া, প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সমিরন চৌধুরী, সেলিম উদ্দীন চৌধুরী, অধ্যাপক প্রিয়তোষ বড়ুয়া, মোহাম্মদ রুবেল, হেদায়াতুল ইসলাম সিয়াম প্রমুখ।

ইয়ুথ ওয়েলফেয়ার মিশন : আর্ত মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন ইয়ুথ ওয়েলফেলার মিশনবাংলাদেশের উদ্যোগে ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগান, বদুরখীল ও ত্রিপুরাপাড়ার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিশুদের মাঝে সুয়েটার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে ও সাগরময় আচার্যের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউটন দেব, মানিক নাথ, মানিক ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট জয় দাশ। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সৌরভ ধর, কোঅপারেটর অনিক কুমার ধর, রজত বণিক। আরো উপস্থিত ছিলেন মিশনের কোঅপারেটর প্রসেনজিত পালিত, রুপন দাশ, অমিত দাশ, অনিন্দ্য দাশ, রাজেশ দাশ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে ইয়ুথ ওয়েলফেলার মিশন প্রতিবছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।

দক্ষিণ রাজানগর : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের তিন শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়নের রাজারহাট সিএনজি অটোরিকশা স্টেশন চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইউছুপ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল : লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবালের উদ্যোগে ২৪ জানুয়ারি ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে লায়ন আন্তর্জাতিক জেলা ৩১৫বি৪ এর গর্ভনর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সারা বিশ্বের ২১০টি দেশে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে তাদের প্রয়োজনে মানবিকতার হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে লায়নবৃন্দ। ক্লাবের সভাপতি ও ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর লায়ন হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও রিজিয়ন চেয়ারপার্সন সুব্রত ভৌমিকের সঞ্চালনায়উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জেলার প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল, সাবেক জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ সাগর, ডিস্ট্রিক্ট জিএমটি লিডার লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন রুপন কুমার দাশগুপ্ত, জোন চেয়ারপার্সন লায়ন সুজিত দাশ অপু, সাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ আসলাম, লায়ন মোঃ জসিম তরফদার মোহন, লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন মোঃ জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম, হাজী নাসির আহমদ, গোলাপ মিয়া, যুবলীগ নেতা সাইফুদ্দীন আহমদ, মোঃ খোরশেদ আলম রহমান, জাহাঙ্গীর আলম, সামিউল হাসান রুমল, নিযাম উদ্দিন রুবেল, নুরুল আজিম, জমির উদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম শহীদ, জাবেদ আহমদ, শফিউল আলম জনি, মোঃ সালাউদ্দিন, অনিন্দ্য দেব, নাবেদ আহমদ, নবাব আশরাফ, মোঃ আসিফ, মোঃ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ শত জনের মাঝে কম্বল ও ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধআহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার দুই দশক পূতি