মানুষের মনে কষ্ট দেয়া উচিত নয়

খালেদা লিপি | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

প্রকৃতিতে যেমন ঝড় আসে তেমন মানুষের জীবনেও ঝড় আসে। সে অন্যরকম ঝড়। অর্থনৈতিক কষ্টের ঝড়, অসুস্থতার ঝড়। আরো এক রকম ঝড় আসে তা হলো মনুষ্য দ্বারা সৃষ্টি কষ্টের ঝড়। অর্থনৈতিক কষ্টের ঝড় এবং অসুস্থতার ঝড় আমরা মোকাবেলা করি তিন ভাবে। শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে।

তবে বেশি কষ্ট হয়, মানুষের দেয়া কষ্টের ঝড় সামলানোতে। এই কষ্ট সামলাতে একটা শক্তি দরকার। তা হলো মানসিক শক্তি। এই একটা মাত্র শক্তি দিয়ে কিছু মানুষের মতো জন্তুকে মোকাবেলা করা সহজ কথা নয়। আমরা এই ঝড় সামলাতে ক্ষয়ে যাই। যা কাউকে দেখানো যায় না। উদাহরণ স্বরূপ বলতে পারি, ঝড়ের পর সমুদ্রের তীরবর্তী অবস্থা যেমন হয় মানুষের হৃদয়ের ভেতরও তেমন অবস্থা হয়। প্রকৃতি হয়তো এই ক্ষয় সয়ে নেয় কিন্তু কোন কোন মানুষ, মানুষের দেয়া এই ঝড় সামলাতে পারে না। তারা বেঁচে থাকে মৃতের মতো। তাদের দেহ মরে না কিন্তু হৃদয় মরে যায়।

পরবর্তীতে তারা আর মানুষের সাথে মিশে না। তাদের জীবন কবরের মতো নীরব হয়ে যায়। তাই মানুষ হয়ে মানুষের কাছে নিবেদন করি, মানুষ হয়ে মানুষের মনে কষ্ট দিও না। মানুষে মানুষে যেনো ভালোবাসার বন্ধন অটুট থাকে চিরকাল।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর ঋণ অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর শিক্ষার্থীদের সাহিত্যচর্চা