মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজকে মানুষের ভোটাধিকার নেই। প্রায় ৪ কোটি নতুন ভোটার হয়েছে। তারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, আজকে সবচেয়ে কষ্টে আছে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ। তাই আমাদের নিজেদের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে রুখে দাঁড়াতে হবে। যুবদল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ–সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নূর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, মুহাম্মদ মুসা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী সাকী, মোশারফ হোসাইন, হুমায়ুন কবীর, মো. তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দিন রাসেল প্রমুুখ। প্রেস বিজ্ঞপ্তি।