মানুষের বিপদে এগিয়ে আসার কোন বিকল্প নেই

মেডিকেল ক্যাম্প সমাপনীতে সিভিল সার্জন

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ‘একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করা- এগুলো অনন্য, অসাধারণ কাজ। এসব কাজের কোনো বিকল্প নেই। তদুপরি এসব ভাল কাজের পুরস্কার জীবনের কোনো এক সময়ে স্বয়ং আল্লাহই প্রদান করবেন।’ মুজিব বর্ষ উপলক্ষ্যে কমিউনিটি বেইজড হেল্‌থ কেয়ার অপারেশনস প্ল্যানের অধীন ‘মোবাইল মেডিকেল ক্যাম্প-২০২০’ এবং কোভিড-১৯ অনলাইন রিপোর্ট ভেলিভারি সিস্টেম’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সিভিল সার্জন কার্যালয়ের গ্যালারি হলে অনুষ্ঠিত সভায় টিম ওয়াই-স্যাবকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংবর্ধনা প্রদান করে। সিভিল সার্জন কার্যালয় এবং চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড- ওয়াইস্যাব’র সহযোগিতায় মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম নগরে গত ২২ ফেব্রুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত কমিউনিটি বেইজড হেল্‌থ কেয়ার অপারেশনস প্ল্যানের অধীনে মোবাইল মেডিকেল ক্যাম্প ২০২০ আয়োজন করা হয়। তাছাড়া টিম ওয়াই-স্যাব করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট অনলাইনে মোবাইলের মাধ্যমে প্রকাশের প্রশংসনীয় কার্যক্রমও পরিচালনা করে। ওয়াই-স্যাব সদস্য সুকন্যা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, ব্যাংকার মোহাম্মদ নাজিম উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াই স্যাব’র ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ। মোবাইল মেডিকেল ক্যাম্প ২০২০ প্রসঙ্গে বক্তব্য রাখেন ইফফাত খানম রাইসা এবং কোভিড-১৯ অনলাইন রিপোর্ট ডেলিভারি সিস্টেম’ প্রসঙ্গে বক্তব্য রাখেন ধ্রুব ধর।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে কোনো কাজ পরিচালনা করা অনেক কঠিন। কিন্তু ডা.আজাদ সেটা করতে পেরেছেন। তাই টিম ওয়াই স্যাবকে নিয়ে আমি অনেক আশাবাদী। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তারা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে।’
ওয়াই স্যাব’র ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, ‘নগরীর ১০টি সুবিধাবঞ্চিত এলাকা চিহ্নিত করা হয়। প্রতিটি এলাকার জন্য একজন চিকিৎসক, একজন টিম লিডার ও সাতজন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়। প্রতিটি এলাকায় ৩টি করে মোট ৩০টি মোবাইল মেডিকেল ক্যাম্প আয়োজন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। তাছাড়া চট্টগ্রামবাসীর কষ্ট লাঘবে ১৭ জুন থেকে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ে অনলাইনে প্রকাশ শুরু হয়। এতে খুব অল্প সময়ে এবং ঘরে বসেই করোনার নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছেন রোগীরা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচবির পেশাগত এমবিবিএস পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু