দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে গতকাল শনিবার রাউজানের গহিরায় এসেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি রাউজানে এসে প্রথমে বাবা ফজলুল কাদের চৌধুরী, মা সৈয়দা সেলিমা কাদের ও বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন।
গতকাল সকালে মধ্যপ্রাচ্য থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সরাসরি রাউজানে যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাওয়া নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে বাড়িতে আসেন। এরপর জেয়ারত শেষে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আমাদের ধর্ম ইসলাম। শান্তির ধর্ম ইসলামের অনুসারী কোনো মানুষ কারো সম্পদ লুট, বাড়িঘরে হামলা, মা–বোনের ইজ্জত লুটের মত ঘটনা ঘটাতে পারে না। ভিন্ন ধর্মাবলম্বী মানুষের ওপর অত্যচার, নির্যাতন করা ইসলাম কখনো সমর্থন করে না। অন্য ধর্মেও এ বিষয়ে নিষেধ রয়েছে। হিন্দু, বৌদ্ধসহ সকল সংখ্যালঘু পরিবারের সদস্যরা আমাদের ভাই, প্রতিবেশি। তাদের জানমাল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাকে যারা ভালবাসেন, যারা বিএনপির আদর্শে বিশ্বাস করেন তাদের প্রতি অনুরোধ যেকোনো সংকটকালীন সময় তাদের পাশে থাকবেন। তিনি সকলকে সতর্ক করে বলেন, যাদের বিরুদ্ধে মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুরের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, রাউজান সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, নোয়াজিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা মোজাম্মেল হক, কাজী আনিসুজ্জামান সোহেল, মহিউদ্দিন জীবন, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, রাসেল খান, মো. আলী সুমন, আব্দুল আজিজ, এমদাদ হোসেন, মুসা, মোহাম্মদ আলী, রাসেল খান, তসলিম উদ্দিন, ছোটন আজম, জসিম উদ্দিন প্রমুখ।