বিভূতির আরাধনা ছেড়ে যেদিন আরাধ্য হবে
মানুষের প্রেম, সেদিন পৃথিবী দ্রুত বদলে যাবে
যে অসহিষ্ণু বন্দুক তাক করে আছে পিপাসার্ত বুক,
সেখানে মূল্যবোধের ফোয়ারা সঞ্চার হোক, দেখো
বদলে যাবে মুমূর্ষু জীবন। জয়ী হবে ভালোবাসা।
আমাদের হাড়ে স্বভাবে মজ্জায় সদাই অভাব
প্রতিদিন গুপ্তচর লুটে নেয় অভুক্তের খুদ
চারিদিকে বিত্তশূন্য অনুপম ক্ষুধার প্রভাব
তবুও প্রেমের কাব্যে কবি রচে বিশাল খোয়াব।
জীবিকার ক্লান্তি আছে আছে খরপ্রাণ মানুষের
দুরন্ত বিস্তার, জীবনের নিরেট উষ্ণতা শেষে
আষাঢ় বৃষ্টিধারায় নামবে বীজ বপনের বান
মানুষ ও কবিতায় হবে দিন বদলের গান।