চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি গতকাল শুক্রবার দুপুরে হাটহাজারী ফরহাদাবাদ, নাজিরহাট বাজার, কলেজ রোডসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আটকে পড়া পানিবন্দি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, এই কঠিন সময়ে আমাদের সবার কর্তব্য একে অপরের পাশে দাঁড়ানো, সহায়তার হাত বাড়ানো। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। ঘরে ঘরে পানিবন্দি মানুষ খাবারের অভাবে হাহাকার করছে, বিশুদ্ধ পানির তীব্র সংকট। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আমরা হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচার, তাঁবেদার হাসিনাকে তাড়িয়েছি, এই দুর্যোগও আমরা সম্মিলিতভাবে কাটিয়ে উঠবো, ইনশাআল্লাহ। এ সময় ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, উত্তর জেলা জাসাসের কাজী সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা আসিফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি হায়দার আলী চৌধুরী, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, নগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সদস্য সাখাওয়াত কবির সুমন, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা আলমগীর, যুবদল নেতা নাসির উদ্দিন পিন্টু, জাহেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. আলমগীর, মো. রনিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।