দুর্বার জীবনটা যেন সমস্যাই ভরপুর! একে অপরজনকে সহ্য হয় না, একটুতে রেগে যায়, হঠাৎ মন খারাপ হয়ে যায়, সারাবেলা ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়, অল্পতে মানুষকে ভেবে ফেলি, ভুল করে গিল্টি ফিল করি, বাসায় থাকতে উদাস মন চায় না, আগের আমিটাকে বড্ড মিস করি, জীবনের স্মৃতির সাথে মিশে থাকা মানুষদের খুব মিস করি! জীবন সত্যিই অনেক ‘সমস্যায় ভরপুর! তবুও কেন? অদ্ভুত জানি জীবন সুন্দর সব মানিয়ে নিতে পারলেই।