মানিকছড়িতে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের মতবিনিময়

করোনা প্রতিরোধ

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

এডাব ও ইউনিসেফের সহযোগিতায় প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে মানিকছড়ি উপজেলার টাউন হল মিলনায়তনে গত সোমবার কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নেছারুল ইসলাম নাজমুল। আলোচনায় অংশগ্রহণ করেন এডাব খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী মাসুদ করিম, মানিকছড়ি উপজেলা কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি হেডম্যান চাইলা প্রু কারবারি, যুব রেডক্রিসেন্টের সভাপতি থোয়াই অং প্রু মারমা, সদস্য শাহরিয়ার হাসান ইমন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন, ইউপি সদস্য ইদ্রিস হোসেন বাচ্চু, শাহনাজ পারভিন, মনোয়ারা বেগম, সাবেক মহিলা মেম্বার শিউলি বেগম, প্যানেল চেয়ারম্যান স্বাস্থ্যকর্মী শাহিদা বেগম, পাড়াকর্মী রাবেয়া আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধরথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি দাবি