মানিকছড়িতে আনারস বোঝাই জিপ উল্টে দুই শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারস বোঝাই জিপ উল্টে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী মারা গেছেন। এ সময় একজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, আনারস বোঝাই জিপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রাজু মারমা (১৫) ও ওসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনীর ছাত্র উগ্যজাই মারমা (১২) গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যায়। তারা স্কুল শিক্ষার্থী হলেও আনারস বোঝাই

গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত। এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমাকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মারা গেছে স্কুলছাত্রী
পরবর্তী নিবন্ধচার স্কুল শিক্ষার্থীসহ নিহত ৫