মানহানির মামলায় নিম্ন আদালতের আদেশ বহাল

জয়কে নিয়ে সংবাদ প্রকাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:২৭ পূর্বাহ্ণ

মানহানির মামলায় নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ প্রকাশক ও প্রতিবেদকের করা রিভিশন আবেদন খারিজ করে দেয়া হয়েছে।
গতকাল ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভূঁ্‌ঞা’র আদালত
নিম্ন আদালতের সিদ্ধান্তকে বহাল রেখে মাহমুদুর রহমানসহ তিনজনের পক্ষে করা রিভিশন আবেদনটি খারিজ করে দিয়েছেন। এতে মহানগর হাকিম আদালতে বিচারাধীন এ মামলা চলতে আর কোন বাধা রইল না বলে জানান বাদীপক্ষের আইনজীবী আব্দুল আজিজ। অ্যাডভোকেট আব্দুল আজিজ বলেন, এক যুবলীগ নেতার করা মানহানির মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালে ৪ জুলাই চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। পরবর্তীতে চার্জগঠন সঠিক হয়নি উল্লেখ করে আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন আবেদন দাখিল করেন। এ রিভিশন বিষয়ে শুনানি দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল। গত ধার্য্য তারিখে আদালত মঙ্গলবার রায়ের ধার্য্য তারিখ নির্ধারণ করেছিলেন। মঙ্গলবার নির্ধারিত দিনে আদালত রায়ে আসামি পক্ষের করা রিভিশন আবেদনটি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছেন। বর্তমানে এই মামলায় মাহমুদুর রহমানসহ তিনজনই পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। ২০০৯ সালের ২১ ডিসেম্বর জয়কে নিয়ে সংবাদ প্রকাশ করায় মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলাটি করেন যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আবুল কাশেম মাস্টার
পরবর্তী নিবন্ধপ্যারাগনটেক এলিভেটর হ্যান্ডবুক ২য় সংস্করণের মোড়ক উন্মোচন