মানুষে মানুষে সম্পর্কটা প্রতিযোগিতার নয় বরং সম্প্রীতি, সৌহার্দ্য, আন্তরিকতা ও ভালোবাসার হওয়াটাই বাঞ্ছনীয়! এই উপলব্ধিটা মানুষ বেঁচে থাকতে না বুঝলেও যাপিত জীবনের এই নাতিদীর্ঘ গল্পে প্রাসঙ্গিক মানুষগুলোকে চিরতরে হারানোর পর মর্মে মর্মে বুঝতে পারে। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র এর প্রাসঙ্গিকতা রয়েছে। মানবজীবনে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। এটা অনুধাবন করতে পারলে মানুষে মানুষে বৈষম্য এবং অনাকাঙ্ক্ষিত দূরত্ব দূর করা সম্ভব। আমরা সকলেই জানি পশ্চিমা দেশগুলোর জীবন ব্যবস্থা আমাদের চেয়ে অনেক অনেক বেশি উন্নত। ইউরোপ–আমেরিকার মানুষের সামাজিক মূল্যবোধ, দায়িত্ববোধ, একে অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতি এবং সর্বোপরি তাদের মানবিক মূল্যবোধ পৃথিবীতে বসবাসকারী মানব সম্প্রদায়ের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্হাপন করেছে। ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে এবং যে কোনো বিচারে তারা এই গ্রহে মানুষের যাপিত জীবন ব্যবস্থায় উন্নততর বিধিমালা তৈরীতে বড় উদাহরণ সৃষ্টি করেছে! পশ্চিমাদের অনুসরণে কিংবা সমান্তরালে পূর্ব–পশ্চিম এশিয়ার অনেক দেশ নিজেদের জীবন ব্যবস্হাকে অনেক এগিয়ে নিয়েছে। জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, চায়না, মধ্যপ্রাচ্যসহ আরো অনেক দেশ এখন অনেক উন্নত ও সহযোগিতাপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে নিয়েছে। সেই বিচারে আমরা দক্ষিণ এশিয়ানরা অনেক পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং মানবিক! জাতি, ধর্ম–বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ একটি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারাটা একটি জাতির জন্য সবচেয়ে বড় অর্জন নিঃসন্দেহে!
আমরা একই গ্রহে বসবাসকারী মানব সম্প্রদায়! অথচ আমাদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় বিভেদ আমাদেরকে একটি সর্বজনীন মানবিক সমাজ গড়তে বাঁধার দেয়াল তৈরী করে রেখেছে! পৃথিবীর আদি থেকে অন্ত অবধি আজীবন এই বিভেদ চলতে পারে না! এটা কখনোই কাম্য হতে পারে না সুস্থ বিবেক বোধ সম্পন্ন বিশ্ব নাগরিক সম্প্রদায়ের!
মানুষে মানুষে হিংসা–বিদ্বেষ, হানাহানি, সংঘাত, জিঘাংসা, লোভ, অহমিকা ও স্বার্থপরতার নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখে চলেছি সৃষ্টির আদি থেকে অদ্যাবধি! অথচ মানুষ চাইলে বৈষম্যহীন বৃহত্তর মানবিক বিশ্বসমাজ গড়ে নিতে পারতো! মানুষকে হত্যা করার জন্য সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় না করে মানুষের যাবতীয় সমস্যা লাঘবে সেই অর্থ ব্যয় করতে পারতো! এই সবকিছুই কিন্তু একটি মানবিক পৃথিবীর আকাঙ্ক্ষা আমাদের! একটি সুন্দর বিশ্বসমাজ গড়ার প্রত্যয় আমাদের! একটি সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বন্ধনে গড়া বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন আমাদের! মানুষ, সকল প্রাণী ও সকল সৃষ্টির জন্য বসবাসযোগ্য এক বিশ্ব ও এক বিশ্বসমাজের আন্দোলনই হোক মানুষের সবচেয়ে বড় লক্ষ্য। সবচেয়ে বড় চাওয়া। সংকটময় বিশ্বে বড় বড় বাধার দেয়াল সত্ত্বেও এরচেয়ে সুন্দর, এরচেয়ে মানবিক, এরচেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। এই লক্ষ্য পূরণে মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই।












