কেউ চলে ঠিক আলোর পথে
কেউ বা চলে বাঁকা,
কেউ বা করে সুযোগ পেয়ে
কারো পকেট ফাঁকা।
দুখির দুখে কেউ কখনো
অশ্রু ফেলে কাঁদে
কেউবা আবার ফন্দি করে
ফেলার জন্য ফাঁদে।
এই জগতে মানব জাতির
আছে অনেক প্রকার।
বন্ধু হয়ে কেউতো আবার
ক্ষতি করে সবার।
তাহাবীবা সুলতানা রেশমী | বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ