কান্ডারী: স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারীর উদ্যোগে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের নিকট চাল, ডাল, আলু, লবন, হলুদ, খাবার স্যালাইন, বিস্কুট, সয়াবিন তেল, মশার কয়েল, দেয়াশলাই, বিশুদ্ধ পানি ইত্যাদি গত শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুল হাসান শাকিলের নেতৃত্বে বিতরণ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ ফখরুল ইসলাম, ওমর ফারুক রাসেল, মুহাম্মদ আল–আমিন হোসাইন রবিন,আনোয়ার,দুর্জয়,সানজিদ আহমেদ,আতিকুর রহমান, জানে আলম ফিরোজ, রিফাত, জসিম, সাকিব, শাওন প্রমুখ। কান্ডারীর পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিল ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মদিনা রিলেশন ফোরাম: মদিনা রিলেশান ফোরামের পক্ষ থেকে ফটিকছড়ির ভূজপুর এলাকায় বানভাসি মানুষের পাশে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। গত শনিবার ফটিকছড়ি ভূজপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হালিম রেজভী ও মহাসচিব মুহাম্মদ সালাহ উদ্দীনের নেতৃত্বে একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ হারুন বাদশা,মুহাম্মদ আব্দুল মান্নান, নুরুল আজিম মুরাদ, শিহাবু্দি্দন সজীব,মাস্টার আবু তাহের ফারুক, বদিউল আলম,এস এম ইরফান উদ্দীন,মুহাম্মদ সাকিব,আরাফাত হোসেন,নুরুল ইসলাম,আনোয়ার মিয়াজী, সৌরভ হোসেন প্রমুখ।
চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম : সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের সহায়তায় চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের ব্যবস্থাপনায় ২য় বারের মতো বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার ফেনীর ছাগলনাইয়ায় বিতরণ করেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা। দুই ধাপে মোট ২০০০ এর অধিক মানুষের জন্য ফটিকছড়ির সুন্দরপুর গ্রামের হালদা নদীর পাড়ে বসবাসকারী ও ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, লাইটার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ওষুধ, স্যানিটারি প্যাড। এছাড়াও সব বয়সি শিশু, নারী ও পুরুষের জন্য নতুন ও পুরাতন ব্যবহারযোগ্য পোশাক প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে অঙ্গন থিয়েটার ইউনিট, গণায়ন নাট্য সমপ্রদায়, তির্যক নাট্যগোষ্ঠী, অরিন্দম নাট্য সমপ্রদায়, সমীকরণ থিয়েটার, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, কথক থিয়েটার, নান্দীমুখ, প্রতিনিধি নাট্য সমপ্রদায়, উত্তরাধিকার, কালপুরুষ নাট্য সমপ্রদায়, অ্যাভাঁগার্ড, নাট্যাধার, লোক থিয়েটার, প্রসেনিয়াম, মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী, প্রতিভাস, স্কেচ গ্যালারি, দৃশ্যছায়া, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংসদ, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংস্থা, প্রাপন সংগঠন, কন্ঠনীড়, তারুণ্যের উচ্ছ্বাস, কথা সুন্দর, ভিশন প্যান্টোমাইম, মাতৃকালয় এবং জেলা শিল্পকলা একাডেমি।
মনজিল: স্বেচ্ছাসেবী সংস্থা মনজিলের উদ্যোগে গত ১ সেপ্টেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত ফেণীর বিভিন্ন উপজেলায় মানবিক উপহার বিতরণ করা হয়। ছাগলনাইয়ার আধারমানিক ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর ফুলগাজী বাজার ও পরশুরাম সদর ও বিলোনিয়ার গুচ্ছ গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ১০০ জনকে নগদ অর্থ ও ২০০ জনকে নতুন পুরাতন জামা কাপড় বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মনজিলের সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, উপাধ্যক্ষ দিদারুল ইসলাম কুতুবী, মুফতি ওয়ালিউল্লাহ, এম মনছুর হাল্লাজ, আব্দুর রহিম, ছমিউদ্দিন কাউছার, ডা. আবু বকর ছিদ্দিক মীর, আব্দুর রহমান চৌধুরী আনিস, মুহাম্মদ আইয়ুব, আব্দুল আজিজ, মুহাম্মদ হারুন, আইমান প্রমুখ। বিতরণকালে এক সমাবেশে মনজিলের সাধারণ সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও কুমিল্লা জেলায় ছিল স্মরণকালের ভয়াবহ বন্যা। ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা, জরুরী ত্রাণ সহায়তা ইত্যাদি কাজে দেশের প্রতিটি জেলার নাগরিকদের তথা ছাত্র ও তারুণ্যের বিশেষ মানবিক ভূমিকা অতীতের যে কোন দুর্যোগকে অতিক্রম করেছে। এভাবে দুর্যোগে প্রতিটি মানুষের মানবিক চেতনা অব্যাহত থাকলে দেশ হারবেনা এ জাতিকে কেউ হারাতে পারবেনা।
রাউজান ক্লাব : রাউজান ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার ফেনীর সোনাগাজীতে বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণ করা হয়। যাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি বাহাউদ্দীন মামুন, রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল। উপস্থিত ছিলেন আব্দুর রহিম, শামসুদ্দোহা,এস এম জাফর, রুবেল, মাস্টার মিজানুর রহমান, শফি সিকদার, খোরশেদুল আলমু, মুজাহিদ।
বিএনপি: সাতকানিয়া জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের পক্ষ থেকে ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মহানগর যুবদল নেতা হামিদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম স্বপন, আবুল হোসেন চেয়ারম্যান, ফজলুল হক চৌধুরী, মাহফুজুর রহমান, সাকিবুল হক চৌধুরী রাফি প্রমুখ।
কর্ণফুলী ক্রীড়া পরিষদ : রাঙ্গুনিয়ার প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে বন্যার্ত ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা মোহাম্মদ নুরুন্নবী, সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ হাসান, সহ সভাপতি তানসেন বড়ুয়া, প্রবাসী পরিষদের দপ্তর সম্পাদক আবু বক্কর, দেশ প্রতিনিধি আবদুল নবী, আবদুল মান্নান, মো. ফিরোজ, মো. হেলাল, মো. বেলাল প্রমুখ। সঞ্চালনা করেন মানিক কান্তি দাশ। অনুষ্ঠানে ২০ পরিবারের প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া সংগঠন দুটির পক্ষ থেকে ফেনীর বন্যা দুর্গত এলাকায় প্রথম থেকে এখনপর্যন্ত নিয়মিত দুই বেলা করে রান্না করে খাবার পরিবেশন করা হচ্ছে। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি নুরুল আজিম, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. তারেকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ এই কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন।