বাংলাদেশ মানবাধিকার কমিশন মহানগর দক্ষিণ শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক এবং শপথ অনুষ্ঠান গতকাল বুধবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকারের গভর্নর আমিনুল হক বাবু। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার গভর্নর নবাব হোসেন মুন্না।
বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াস, জাবেদ হোসেন, সুদীপ কুমার চন্দ্র, জহরুল হক সাগর, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, আবু নাসের, শেখ মোহাম্মদ আলাউদ্দিন ফারুক, আনোয়ারুল আজিম খসরু, সাদ্দাম হোসেন, গিয়াস উদ্দিন, কামরুল হাসান, আইনুল কবির জিতু, মো. সিফাত প্রমুখ।
বক্তারা বলেন, যেখানে মানবাধিকার লংঘন সেখানে বাংলাদেশ মানবাধিকার, এই ব্রতকে সামনে রেখে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে মানবতার কল্যাণে একযোগে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।