বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও বিভাগীয় স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. মেজবাহ উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন মানবাধিকার কমিশন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গত সোমবার কোর্টহিলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অ্যাড. এস এম রাশেদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. শোয়েব আলী চৌধুরী, অ্যাড. এইচ আর নাজমী ডেবিড, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মহানগর শাখার সভাপতি সঞ্জয় মহাজন, সাধারণ সম্পাদক অ্যাড. পার্থ নন্দী, সাবেক ছাত্রনেতা অ্যাড. মাইকেল দাশ, সংগঠনের নবনির্বাচিত সভাপতি শুভ আইচ, সাধারণ সম্পাদক শরীফ-উজ-জামান, সহ-সভাপতি আকাশ নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক স্বরূপ বণিক, অর্থ সম্পাদক সাফুয়ান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।