মানবসেবায় গাউসিয়া কমিটি দেশজুড়ে সমাদৃত হয়েছে

পটিয়ায় সম্মেলনে বক্তারা

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

 

গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভা সুচক্রদন্ডী ২ নম্বর ওয়ার্ড শাখার দ্বি বার্ষিক সম্মেলন গত ১৫ মে বিকেল ৪টায় স্থানীয় ফোরকানিয়া মাদ্রাসায় সংগঠনের সভাপতি সুলতান আহমদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এম এ মান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর সওদাগর, অর্থ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পৌরসভা গাউছিয়া কমিটির সিনিয়র সহসভাপতি কাজী মুহাম্মদ দিদারুল আলম। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান রিপন, আহামুদুর রহমান, রবিউল হোসেন, আশরাফ আলী।

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে গাউসিয়া কমিটি। যার কারণে মানবসেবায় গাউসিয়া কমিটি দেশজুড়ে সমাদৃত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সকলকে কাজ করে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইএলও কনভেনশন ১৩৮ এবং শিশু শ্রম
পরবর্তী নিবন্ধমমতাজ বেগম