মানবসেবার ব্রত গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে

ফ্রি চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক সেবা ক্যাম্পে জেলা ও দায়রা জজ

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালীর যৌথ উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে গতকাল আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি মধুসূদন দাশের সভাপত্বিতে এবং বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শিপন কুমার দে এর সঞ্চালনায় ফ্রি চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জজ আরফাতুল রাকিব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, জেলা পিপি মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালির পক্ষে লায়ন ডা. এন কে এম আকতার হোসেন, লায়ন মাহাবুবুল আলম, সিনিয়র লায়ন গর্ভনর এডভাইজার জাহাঙ্গীর মিয়া, আইনজীবী সমিতি ও বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি যথাক্রমে চন্দন দাশ, দিনমণি দে, তরুণ কিশোর দেব, নিতাই প্রসাদ ঘোষ, উত্তম দত্ত, চন্দন বিশ্বাস, দিলীপ কুমার চৌধুরী, প্রনব হোর, চন্দন পুরোহিত প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিচারক এবং আইনজীবীদের ভূমিকা অপরিসীম। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানব সেবার ব্রত গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পরিজাত এলিটের সেমিনার
পরবর্তী নিবন্ধজাতীয় স্বার্থই হবে বৈদেশিক নীতির মূল দিকনির্দেশনা