মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন আল্লামা আমিন হাশেমী

দরবারে হাশেমীয়ায় বক্তারা

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৩৭ অপরাহ্ণ

শাহসূফী আল্লামা কাযী আহছানুজ্জামান হাশেমীর (রহ.) ৫২তম এবং ফকিহে বাঙাল আল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ১৫তম ওরশ গত সোমবার বায়েজিদ জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবারে পালিত হয়েছে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন ৩ এপ্রিল আশকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ফ্রি-চিকিৎসা ও খতনা ক্যাম্প, নাতে রাসূল (দ.) প্রতিযোগিতা; দ্বিতীয় দিন ৪ এপ্রিল পুরস্কার বিতরণী ও মোশায়েরা মাহফিল, গিলাপ চড়ানো ও মুনাজাত এবং ৫ এপ্রিল সমাপনী দিনে জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও আনজুমানে আশেকানে মোস্তফার (দ.) সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।
মাহফিলে বক্তারা বলেন, দ্বীন প্রচার এবং মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন আল্লামা আহছানুজ্জামান হাশেমী ও আল্লামা আমিনুল ইসলাম হাশেমী। তারা বিশ্বাস করতেন মানবসেবাই সর্বোত্তম ইবাদত।
চিকিৎসা সেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। ওরশ মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন কাযী মুদাচ্ছির হাশেমী, আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী আশেকুর রহমান মুজিব হাশেমী, শাহজাদা হাফেজ মাওলানা কাযী খালেদুর রহমান হাশেমী, আঞ্জুমান সেক্রেটারি সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফরিদ আহমদ চৌধুরী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন, আল্লামা মুহাম্মদ হাফেজ আনিসুজ্জমান, আল্লামা আজিজুল হক হোসাইনি, আল্লামা হাফেজ আবদুল হাই, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, শাহজাদা কাযী সাজেদুর রহমান হাশেমী, লেখক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা আব্দুল্লাহ আল নিশান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাঁকো থেকে ডোবায় পড়ে মারা গেল শিশু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১২ দোকানিকে জরিমানা