মানবসেবাই মাইজভাণ্ডারী দর্শনের মূল কথা

ফেইথের চিকিৎসা ক্যাম্পে ড.ইফতেখার

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, মানবতার সেবাই হলো মাইজভাণ্ডারী দর্শনের মূল কথা। মাওলানা মোহাম্মদ শাহজাহান মাইজভাণ্ডারী () একজন তরিকতের সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদা।সামাজিক সংগঠন ফেইথের উদ্যোগে সৈয়দ মাওলানা মোহাম্মদ শাহজাহান মাইজভাণ্ডারীর () খোশরোজ শরীফ উপলক্ষে গত শুক্রবার ফটিকছড়ির লেলাং ইউনিয়নের সন্যাসী বাজারস্থ দরবার প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইস্কান্দর মির্জা চৌধুরী মুকুটের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সাংবাদিক নাসির উদ্দিন হায়দার। অতিথি ছিলেন দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ আবুল কালাম, সৈয়দ সেকান্দর মির্জা চৌধুরী। এতে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এনায়েত উল্লাহ মাহফুজ, ডা. এস এম রেজাউল করিম, ডা. সায়মা জিন্নাহ, ডা. তৌহিদ, ডা. সামিয়ুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হাবিবুল বাশার পবন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডামি সরকারের পতন ঘটিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক
পরবর্তী নিবন্ধদুই মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার