আজ শুধুই মানবতার হাহাকার
হৃদয়ের স্বচ্ছ পাঁচিল পেরিয়ে দেখতে
পাচ্ছি না কিছুই
আমরা আজ অন্ধ,
সকল ইন্দ্রিয়ের দ্বার বন্ধ,
ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উড়ে যাওয়া মানুষ
হলিউডের কোন সিনেমা!
ক্রমাগত যন্ত্রণাকে আলিঙ্গন করে
মৃত্যুপুরী গাজা,
হে খোদা; যে মানুষ তুমি আকাশে উড়াও, নিচে নামাও
একই সেই মানুষরূপী দানবদের রুখ
অক্ষিগোলকে জলের ধারা কোন ধাঁধা!
জান্নাতের ফুলের বাগানে প্রস্ফুটিত লাখো ফুল,
সেই ফুলেরা কাঁদছে দেখ!
দেখার চোখ নেই, মনের চোখে অন্ধ আজ
বিশ্বের কাচের ঘরে বন্দী বোধ
মানবতা আজ কাঁদছে
যা দেখছি তা কেবলি শুধু এক দৃশ্য!