মানবতার মুক্তির মিশন নিয়েই মহানবীর (দ.) আবির্ভাব

বিভিন্নস্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত

আজাদী ডেস্ক | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় গাউছিয়া হক কমিটি : মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি-বাংলাদেশ পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড (আমির নগর) শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) চন্দ্রবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল একটি কমিউনিটি সেন্টারে গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ খোরশেদুল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী লেখক ও গবেষক আবুল মনসুর খান। অতিথি ছিলেন হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হোসাইনী ও নেজাম উদ্দীন চিশতি। এছাড়াও উপস্থিত ছিলেন মো. জাফর, মফিজ, আলী আকবর সিকদার, মনজুর, ওমর ফারুক প্রমুখ।

রাঙ্গুনিয়া সরফভাটা অনির্বাণ সংসদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার সরফভাটা বধুনি বাপের বাড়ি এলাকার সামাজিক সংগঠন অনির্বাণ সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. ফারুক শাহ তালুকদারের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার আরবি প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। ধর্মীয় আলোচনা করেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন ফাহিম কাদেরী, হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ ইসমাঈল। মাহফিলে সঞ্চলনা করেন মো. আহাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মেম্বার, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতি : বায়তুশ শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নূরী বলেছেন, শ্রমিক কর্মচারীদের প্রতি সদাচরণ ও করুণা প্রদর্শন ব্যবসায়িক সফলতার অন্যতম মাধ্যম। কারণ ব্যবসায়ীদের সম্পদ ও অর্থবিত্তে শ্রমিক কর্মচারীদের হক রয়েছে। মাওলানা নূরী গতকাল কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদুন্নবী (সঃ) মাহফিলে মাওলানা নুরী আরো বলেন, ইসলাম হচ্ছে বিশ্বের সকল শ্রেণীর মানুষের জন্য একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আর ইসলামই একমাত্র মানুষের অধিকার আদায়ের নিশ্চিত গ্যারান্টি দিয়েছে। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, বিশেষ মেহমানের আলোচনা পেশ করেন মরিয়মনগর রহমানিয়া ইসলামিক কমপ্লেক্সের পরিচালক হযরত মাওলানা আবু শাহ অলী আল-কাদেরী, মাওলানা জসিম উদ্দিন, কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান প্রমুখ।

পটিয়া পৌরসভা : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল মফিজুর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে ওয়াপদা রোডস্থ মেয়রের বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন খলীফায়ে গারাংগিয়া সাতকানিয়া হযরত মাওলানা আব্দুল হক হক্কানি। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত মহিলা এমপি চেমনারা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুব আলম খোকা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ, কে আব্দুল মতিন, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম, এডভোকেট আব্দুর রশিদ, রূপক কুমার সেন, কামাল উদ্দিন বেলাল, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, গোফরান রানা, জসীম উদ্দীন, শফিউল আলম, সরওয়ার কামাল রাজীব, বুলবুল আক্তার, ইয়াসমিন আক্তার, ফেরদৌস বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমির ভাণ্ডার দরবার জেয়ারতে আজমীর শরীফের খাদেম
পরবর্তী নিবন্ধপটিয়ায় কাশিয়াইশ ও ধলঘাট যুবলীগের সম্মেলন