আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেছেন, অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ আলোর পথ দেখাতে মুক্তির পথপ্রদর্শক করে মহান আল্লাহ তা’আলা তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)-কে প্রেরণ করেন এই পৃথিবীতে। বায়েজিদ বোস্তামী দরগাহে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) মাহফিলে সমাপনীতে তিনি এসব কথা বলেন। গত ১৫ সেপ্টেম্বর হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গনে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) সমাবেশ উদ্যাপনের সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল নিশানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন আল আমিন হাশেমী দরবারের মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী। বিশেষ আলোচক ছিলেন প্রভাষক হাফেজ আজিজুল হক হোছাইনী। বক্তব্য দেন, কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী। শেষে মিলাদ কেয়াম, আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।