মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্মের প্রকৃত শিক্ষা

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আনিসুল ইসলাম এমপি

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আনিসুল ইসলাম এমপি

১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৫তম তিরোধান দিবস উপলক্ষে সনাতন ধর্ম সম্মেলন গতকাল অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে দেবাশীষ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি বলেন, মানবতার কল্যাণেই ধর্ম। প্রতিটি পবিত্র ধর্মগ্রন্থ মানবতার কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌্‌যাপন পরিষদ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, স্বপন সাহা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত, মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম জেলা পূজা উদ্‌্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, চবির অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী, বায়েজিদ থানা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়ানজী, সাধারণ সম্পাদক শিমুল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন ডা. অশোক কুমার দেব। বক্তব্য রাখেন দুর্গাপদ নাথ, সুজিত তালুকদার, বিপ্লব তালুকদার, সুবিমল কেদার, সুজিত বিশ্বাস, রতন তালুকদার, উত্তম কেদার, লিটন দে, শুভাশীষ তালুকদার, রুবেল তালুকদার, রূপন কেদার, প্রমথ কেদার, পলাশ তালুকদার, দেবাশীষ তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের সময়োচিত নানা পদক্ষেপের ফলে বাংলাদেশে ইসলাম চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়