মানবতার কল্যাণে আমরা উত্তর জেলার বর্ষপূর্তি

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

মানবতার কল্যাণে আমরা চট্টগ্রাম উত্তর জেলার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার হাটহাজারীর বাস স্ট্যান্ডস্থ হোটেল আল জামান অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলম। মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা এহসান উল্লাহ জাহেদী। প্রধান বক্তা ছিলেন উত্তর মার্দাশা ইউপি চেয়ারম্যান শাহেদুল ইসলাম শাহেদ।

সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদ আলী, শওকত হোসেন, ডা. মোহাম্মদ এমদাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডা. এমএ সোবাহান তালুকদার, শফিউল আলম, লায়ন ইঞ্জিনিয়ার সোহারব হোসেন, পরিতোষ শীল, সুমন পল্লব, ইঞ্জিনিয়ার ফয়সাল, সালাউদ্দিন, গাজী মোহাম্মদ মাইন উদ্দিন, ওয়াহিদুল আলম, মো. ইমন, সুলতানা নিজাম রাসু, শাহিয়া আলম আরজু, রায়হান মোবারক, খালেদ সাইফুল্লাহ, শিমুল আহমেদ, আসিফ আহমেদ, আবু বকর, আয়েশা, ইসরাত জাহান নুসরাত, সাজ্জাদ বিন রুহান, আকলিমা, সাহেদ, প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিজয়ী দারুল আরমান মাদ্রাসা, অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও মারকাজুল কুরআন ইসলামিক একাডেমির হাফেজ এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মীর নুয়াবুল হক মেমোরিয়াল স্কুল ও ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণিত অলিম্পিয়াড উৎসব এপিক হেলথ কেয়ারের
পরবর্তী নিবন্ধপ্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে