শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে গত শনিবার নগরীর চশমাহিলস্থ বাসভবনে এ সাক্ষাতে মিলিত হন।
এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীকে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে গাউসিয়া কমিটির করোনায় মৃত মানষের দাফন-কাফন ও সৎকারসহ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও ভ্রাম্যমাণ করেনা টেস্ট কার্যক্রমের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন। মন্ত্রী গাউসিয়া কমিটি বাংলাদেশের মহামারি করোনাকালীন মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানবতার কল্যাণই ইসলামের অন্যতম ভিত্তি। এ কাজ করার জন্য দরকার অধ্যাত্মিক চেতনা, দেশপ্রেম ও মানুষেল প্রতি ভালোবাসা। গাউসিয়া কমিটি সেই কাজটি করেই যাচ্ছে। মন্ত্রী অতীতের মতই আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গসংগঠন গাউসিয়া কমিটির সকল মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে আশ্বাস্ত করেন। সাক্ষাৎকালে গাউসিয়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার ও করোনাকালিন মানবিক সেবা কার্যক্রমের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।










