বাণিজ্যিক রাজধানী–প্রাচ্যের রাণী খ্যাত বন্দর নগরী চট্টগ্রাম বন্দর–কাস্টম রেল কাম সড়ক ওভারব্রিজটি যুগ–যুগ ধরে বন্দর এলাকা তথা চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে পরিগণিত হয়ে আসছে। পাশাপাশি এই ওভারব্রিজটি বাংলাদেশের অর্থনীতিতে ও প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও দীর্ঘ এত যুগ পরও এই ওভারব্রিজটি কেন যে, সংস্কার করা হচ্ছে না, তা বোধগম্য নয়। বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড খ্যাত এই বন্দর–কাস্টমস্ ব্রিজটি সময়ের প্রয়োজনে আধুনিক–প্রশস্ত–সৌন্দর্য্যবর্ধন ও উন্নত–টেকসই করা প্রয়োজন। সামগ্রিকভাবে, ওভারব্রিজটির গুরুত্ব অনুধাবন করে চট্টগ্রাম তথা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, চট্টগ্রামকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তুলতে বন্দর–কাস্টমস্ ওভারব্রিজটি আধুনিক ও ইকো–টুরিজম করার জন্য নগরপিতা মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
এম.আবু ছৈয়দ চৌধুরী
নিমতলা, বন্দর, চট্টগ্রাম