বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিএনসিসির ভূমিকা অনস্বীকার্য। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম দৃশ্যমান হলেও একটি বড় শিক্ষাব্যবস্থা এখনো এই সুবিধা থেকে বঞ্চিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। দুঃখজনকভাবে দেশের লাখো মাদ্রাসা শিক্ষার্থীর জন্য এখনো কোনো কার্যকর বিএনসিসি ইউনিট নেই। ফলে তারা নেতৃত্ব, প্রশিক্ষণ, সামাজিক অংশগ্রহণ এই মূল্যবান সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে। প্রশ্ন জাগে মাদ্রাসার শিক্ষার্থীরা কি অনুপ্রেরণা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অর্জনের অধিকার রাখে না? একই শিক্ষা ব্যবস্থার অংশ হয়েও কেন এই বৈষম্য? মাদ্রাসার ছাত্ররাও দেশের ভবিষ্যৎ নাগরিক। তারাও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চায়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চায়, দেশের উন্নয়নযাত্রায় সক্রিয় অংশ নিতে চায়। তাই তাদের জন্য বিএনসিসি প্রশিক্ষণ চালুর কোনো বিকল্প নেই। বরং এই সুবিধা চালু হলে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
সুতরাং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার বিনীত অনুরোধ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত মাদ্রাসা পর্যায়ে বিএনসিসি ইউনিট চালুর উদ্যোগ গ্রহণ করে।
আজমাইন ইকতিকার শাফি
শিক্ষার্থী,
বাকলিয়া সরকারি কলেজ।












