হাটহাজারীর দক্ষিণ মাদার্শা আকবরিয়া পূর্ব ও পশ্চিম সমাজের উদ্যোগে দুই দিনব্যাপি শাহ্সুফি হযরত আকবর শাহ্ (রহ.), হযরত আবুল কাশেম শাহ্ (রহ.) ও খলিফায়ে বাবা ভান্ডারী শাহসুফি মাওলানা মুফতি ছৈয়দুর রহমান শাহ্ আল-মাইজভান্ডারীর (রহ.) ফাতেহা পালন করা হয়েছে।
গত রবি ও সোমবার এ উপলক্ষ্যে দুই দিনব্যাপি আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।
অনুষ্ঠানের প্রথম দিনে সারাদিন ব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়, দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ছিল খতমে সফিনা, জিকিরে মোস্তফা, তবরুক বিতরণ, খতমে গাউছিয়া, ফাতেহায় আগত সকল মানুষের জন্য তবরুকের ব্যাবস্থা এবং সবশেষে উক্ত মসজিদের সাবেক খতিব মওলানা সৈয়দ ফয়েজ আহমদ, যিনি ঐতিহ্যবাহী হযরত আকবর শাহ (রঃ) জামে মসজিদে ৪০বছরের খতিবের দায়িত্ব পালন করেছিলেন তার ইছালে সওয়াবের উদ্দেশ্যে ও এলাকার সকল মরহুম মরহুমাগনের ইছালে সওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গত ৭বছর ধরে আকবরিয়া এলাকার দেশ ও প্রবাসে থাকা তরুণরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।