মাদারবাড়ি সেবক কলোনি যুব উদয় সংঘের উদ্যোগে আয়োজিত সাবেক কৃতি ফুটবলার বিশাল দাশ স্মৃতি আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় দিলীপ স্মৃতি সংসদ এবং কৈলাশ স্মৃতি সংসদ পরষ্পরের মোকাবেলা করে। আর সে ফাইনালে দিলীপ স্মৃতি সংসদ ১–০ গোলে কৈলাশ স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার তরুন বিএনপি নেতা ক্রীড়া সংগঠক আজম খাঁন । অনুষ্ঠানে অতিথি ছিলেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মোনাফ টুটুল । এছাড়া টুর্নামেন্ট আয়োজক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।