মাদারবাড়ী মুক্ত কন্ঠ ক্লাবের সংবর্ধনা

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

মাদারবাড়ী মুক্ত কন্ঠ ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গত শনিবার কঙবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সহ সভাপতি মো. ইলিয়াস। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আসলাম হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন মো. জাকির হোসেন, মো. জাহেদ হোসেন শোভন, মো. ইকবাল হোসেন, মো. ওমর ফারুক, মো. দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মজল হক ও মো. আলমগীর হোসেন রনি। উপস্থিত ছিলেন মো. ইদ্রিস,সাকির আলম,জাকারিয়া আলম রিমন, মামুন হোসেন, আফজালুর রহমান রবিন ও সরোয়ার হদয়। পুরস্কার বিতরণ ও সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেতের বনে ডাহুকের বাসা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ভাটা মালিককে লাখ টাকা জরিমানা