নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪৭) ও পাঠানটুলি ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফাত আহমেদ রাব্বি (৩৩)।
সদরঘাট থানার ওসি মো. আবদুর রহিম জানান, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।