জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ অক্টোবর পশ্চিম মাদারবাড়ি কমপ্লেক্স প্রাঙ্গণে প্রাণের ঈদে আজম উদযাপন, হযরত গাওসে পাক সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে ইখওয়ানে মারেফত ট্রাস্টের সাধারণ সম্পাদক ও জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি শাহীন হামিদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ইমামে আহলে সুন্নাত, হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার, হাফেজ ক্বারী মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাফেজ হোসাইন কুতুবী। আরও উপস্থিত ছিলেন, আব্দুল কাদের ইব্রাহীম, শরিফ আলী আহমেদ ফাত্তাহ, সোহেল আহমেদ, মোঃ হাসান, মোঃ সেলিম, নুরুল আফসার, আব্দুন নূর, হাবিব, হাফেজ বেলাল, হাফেজ মিজান, আঞ্জুমানে ইখওয়ানে মারেফত ট্রাস্ট সদরঘাট থানা শাখার সদস্যবৃন্দ, ইয়াকুব রানা, দিদার, তাহের, সুমন প্রধান মেহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। মাহফিলে প্রধান মেহমান বলেন, দয়াময় আল্লাহ তায়ালা সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন–জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম। প্রেস বিজ্ঞপ্তি।